এ সপ্তাহের ছবি

১৮ হলে ‘বৃদ্ধাশ্রম’, ১১টিতে ‘দুঃসাহসী খোকা’

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ সপ্তাহের নতুন ছবি হিসেবে মুক্তি পেয়েছে একসঙ্গে দুটি ছবি। একটি সংগীতশিল্পী এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ অন্যটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’। মজার তথ্য, দুটি ছবিই সরকারের অনুদানে নির্মিত।

নির্মাতা রুবেল জানান, মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করছে না অনেক সন্তান। বয়স হলে মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। শেষ জীবনে সন্তান-পরিজন ছাড়া কেমন কাটে মা-বাবার জীবন? এমন প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘বৃদ্ধাশ্রম’। এস ডি রুবেল পরিচালিত এটা প্রথম সিনেমা।

ছবিটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, আজাদ সিনেমা হল ও আনন্দসহ দেশের মোট ১৮টি হলে। এতে অভিনয় করেছেন এসডি রুবেল, ববি, সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।

অন্যদিকে ‘দুঃসাহসী খোকা’য় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) সময়কে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহা প্রমুখ। 

ছবিটি দেখা যাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের নন্দিতা, পাবনার রূপকথা, সাতক্ষীরার লাইট হাউজও শেরপুরের রূপকথা হলে।