মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দু’দিন ধরে চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। আজ (৩০ সেপ্টেম্বর) হওয়ার কথা ফাইনাল আসর। কিন্তু আগের রাতের শেষ ম্যাচে হয়ে গেলো দুই দলের সঙ্গে তুমুল মারামারি। যেটির রেশ ধরে হাসপাতাল হয়ে বিষয়টি গড়াতে পারে আইনি জটিলতায়। পণ্ড হতে পারে আজ রাতের ফাইনাল আসরও।
এমনটাই অনুমান করা যাচ্ছে মিডিয়ার গুমট পরিবেশে থেকে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল দুই জনপ্রিয় নির্মাতার নেতৃত্বে মাঠে নেমেছিলো দীপংকর দীপন ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থ ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও গড়ায়।
এরমধ্যে ম্যাচটি শেষ হয়। রাজের কাছে অল্প কয়টি রানে হেরে যায় দীপনের দল।
তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর পুরো পরিবেশ বদলে যায়। মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে দুই দলেই হতাহতের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই মারামারিতে অংশ নিয়েছে বহিরাগতরাও।
নির্মাতা দীপংকর দীপন বিষয়টিতে বিব্রত ও স্তব্ধ। জানালেন, এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।
শুক্রবার রাতে টস জিতে ব্যাটিংয়ে নামে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। অন্যদিকে দীপংকর দীপনের দল বিরাট লক্ষ্যে ব্যাট করতে নেমে সমানুপাতিক হারেই রান তুলছিল। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। দলটি নির্ধারিত ৬ ওভারে সংগ্রহ করে ১১২ রান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মূলত খেলা চলাকালীন সময়ে দুই দলের শিল্পী-কুশলীদের মধ্যে উস্কানিমূলক আলাপ চলছিলো। সেটির রেশ ধরেই খেলা শেষে ঘটে অপ্রীতিকর ঘটনা। জানা গেছে, এই ঘটনার সুন্দর সুরাহা না হলে আজ (শনিবার) রাতের নির্ধারিত ফাইনাল না-ও হতে পারে।
এ বিষয়ে আয়োজক কমিটির অন্যতম সদস্য আর্নিল হাসান বেলা দেড়টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পুরো বিষয় নিয়ে জরুরি বৈঠক করছি এখন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাবো, প্রেস মিট করে ইভেন্ট ক্লোজ করা হবে নাকি খেলাটা কনটিনিউ হবে।’
এই সিরিজ মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। দলগুলোর অধিনায়ক হিসেবে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।