সপ্তাহ তিনেক আগে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রেমিক, রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে ঘর বেঁধেছেন। জমকালো আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। এরপর রিসিপশন, পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটেছে বেশ কিছু দিন। ফলে স্বাভাবিকভাবেই কাজ থেকে দূরে ছিলেন পরি।
অবশেষে চেনা ভুবনে ফিরলেন পরিণীতি। নতুন শুরুটা ফ্যাশন অনুষ্ঠানে র্যাম্প ওয়াকের মধ্য দিয়ে। সম্প্রতি শুরু হওয়া ভারতের অন্যতম আলোচিত আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন অভিনেত্রী।
শনিবার (১৪ অক্টোবর) আয়োজনের চতুর্থ দিনে শো-স্টপার (মূল আকর্ষণ) হিসেবে হাজির হন পরিণীতি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। ‘কুরবাত’ নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন।
এদিকে পরিণীতি চোপড়া অভিনীত নতুন একটি ছবি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ নামের ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে বক্স অফিসে সুবিধা করতে পারছে না। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।
সূত্র: ইন্ডিয়া টুডে