পুজোর সাজে দীঘির নাচ, দেখা যাবে বিটিভিতে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এটি। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর মাধ্যমে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। এ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভিতে থাকছে বিশেষ কিছু আয়োজন।

এর মধ্যে একটি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। এটি সঞ্চালনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি। সুমন সাহার গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর আহমেদ।

এ অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে এতে তিনি দেবী দুর্গার সাজে পারফর্ম করেছেন। দীঘি জানান, এই প্রথম তিনি এমন আয়োজনে নেচেছেন।

নৃত্য পরিবেশনায় দীঘি‘শারদ আনন্দ’ অনুষ্ঠানে আরও নাচবেন পূজা সেনগুপ্ত ও তার দল। নির্দেশনায় আকাশ সরকার। পাঁচ জন বাদ্যযন্ত্রীর পরিবেশনায় থাকছে ঢাকের বাজনা। সিঁদুর খেলা ও নবদুর্গানৃত্য পরিবেশন করবেন অনিক বোস, কস্তুরী মুখার্জি ও তাদের দল। সংগীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে শোনা যাবে নতুন একটি গান।

একটি সেগমেন্ট সাজানো হয়েছে পারিবারিক আবহে। ফ্যামিলি গেম শো নামের সেই পর্বে দেখা যাবে অভিনেতা প্রাণ রায় ও তার স্ত্রী শাহনাজ কাকলী, দেবাশীষ সরকার ও তার স্ত্রী বীথি সরকার, বিপ্লব সাহা ও তার স্ত্রী সম্পা সাহাকে।

দশমীর রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে এই ম্যাগাজিন অনুষ্ঠান।