বিয়ের মৌসুম শুরু হলো বলে! সোমবারই (২৭ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এ খবরে যখন টালিগঞ্জে হইচই, সেই রেশ কাটতে না কাটতে নতুন বিয়ের খবর এলো সামনে।
এবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুসারে, আগামী ১৫ ডিসেম্বর তারা বিয়ে করতে চলেছেন। খবরটি প্রকাশ্যে এনেছেন সৌরভ ও দর্শনার ঘনিষ্ঠজন, নির্মাতা সৌম্যজিৎ আদক। এই নির্মাতার পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সৌরভ ও দর্শনা।
সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে সৌম্যজিৎ বলেছেন, ‘আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়। অনেক ভালোবাসা দুজনকে। পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না, অনেকটা সত্যি।’
উল্লেখ্য, টলিউডের পরীক্ষিত অভিনেতা সৌরভ দাস। ২০১৭ সাল নাগাদ তার সঙ্গে অভিনেত্রী অনিন্দিতা বসুর প্রেম ছিল। একসঙ্গে তারা বহু বছর থেকেছেনও। লুকোছাপা না করেই সম্পর্ক এগিয়ে নিয়েছেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় হঠাৎ। এরপর আরও একাধিক অভিনেত্রীর সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত দর্শনার সঙ্গেই পরিণয়ের সিদ্ধান্ত নিলেন ‘মন্টু পাইলট’।