পর্দায় লেইস-ফিতাওয়ালা রতনের গল্প

এমন চরিত্র অথবা হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্য এখন আর টিভি নাটকে মেলে না। যেমনটা তুলে আনছেন নির্মাতা এম এন ইউ রাজু। নিজের চিত্রনাট্যে নির্মাণ করেছেন ‘রেশমী চুড়ি’ নামের নাটক। যাতে উঠে আসবে একজন লেইস-ফিতাওয়ালার জীবনের গল্প।

এতে লেইস-ফিতাওয়ালার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তার বিপরীতে তটিনী।    

নাটকটি প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা এম এন ইউ রাজু বলেন, ‘নব্বই দশকের পটভূমি ও পুরোপুরি গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছি। আবহমান গ্রামবাংলায় একসময় লেইস-ফিতাওয়ালা দেখা যেতো অনেক। কিন্তু এখন সেই ঐতিহ্য বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মের দর্শকদের সঙ্গে লেইস-ফিতাওয়ালা পেশা সম্পর্কে ধারণা দিতে পারে গল্পটি। একজোড়া তরুণ-তরুণীর মধ্যকার অনুভূতির মোড়কে একটি বার্তা আছে এই নাটকে।’

আরেকটি দৃশ্যে জোভান ও তটিনী ‘রেশমী চুড়ি’তে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা আক্তার মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল। আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।