অস্কার কর্তৃপক্ষের নজরে শাহরুখ-কাজল

সিনে দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর এটি প্রদান করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এই অ্যাকাডেমি কর্তৃপক্ষের নজরেই এবার পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল। তাদের অভিনীত একটি বিখ্যাত গানের ক্লিপ পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

গানটির নাম ‘মেহেন্দি লাগাকে রাখনা’। এটি ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) গান। বলা বাহুল্য, এটি বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় সিনেমা। সেই সঙ্গে শাহরুখ-কাজলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও বটে।

শনিবার (১৩ জানুয়ারি) দ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গানটির ক্লিপ শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, “ক্লাসিক গান ‘মেহেন্দি লাগাকে রাখনা’য় শাহরুখ ও কাজলের পারফর্মেন্স।”

‘ডিডিএলজে’ সিনেমায় কাজল-শাহরুখপোস্টটি দেখে উচ্ছ্বসিত ও আপ্লুত শাহরুখ-কাজলের ভক্তরা। কেউ বলেছেন, ‘এই পোস্ট আমাকে আবেগাপ্লুত করে দিয়েছে। এই তারকাদ্বয় বলিউডে অনেক অবদান রেখেছেন; আশা করি তারা সেই সম্মানও পাবেন’; আবার কেউ লিখেছেন, ‘ডিডিএলজে’ হলো ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি।”

১৯৯৫ সালে মুক্তির পর থেকে ‘ডিডিএলজে’ ছবিটি দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। এছাড়া মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে টানা প্রায় তিন দশক ধরে চলছে ছবিটি।

এই সময়ে শাহরুখ-কাজলউল্লেখ্য, ‘ডিডিএলজে’ নির্মাণ করেছিলেন আদিত্য চোপড়া। ৪০ কোটি রুপি বাজেটের এই ছবি ওই আমলে ২০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও আছেন অমরিশ পুরি, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের প্রমুখ।

দ্য অ্যাকাডেমির পোস্ট- 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Academy (@theacademy)

সূত্র: ইন্ডিয়া টুডে