আসছেন নতুন ফেলুদা


নতুন ফেলুদা অনির্বাণপ্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ৫০ বছরপূর্তি হচ্ছে চলতি বছর। তাই আগামী পূজাতে একেবারে নতুন দর্শনে হাজির হবেন নতুন ফেলুদা। নতুন এ অভিনেতার নাম অনির্বাণ ভট্টাচার্য।
এর আগের সিরিজে এ চরিত্রে ছিলেন কলকাতার আরেক অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
আবিরের ‌'ফেলুদা' এবং 'ব্যোমকেশ'- দুই চরিত্রই করা নিয়ে সমস্যার সূত্রপাত। ২০১৪ সালে অঞ্জন দত্তের পরিচালনায় 'ব্যোমকেশ বক্সী' এবং সন্দীপের পরিচালনায় 'ফেলুদা'- দুই ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল। তবে ভালো ব্যবসা করেছে অঞ্জনের ছবিটি। কিন্তু আবির বাদ যান অঞ্জনের ব্যোমকেশ থেকে। কারণ অঞ্জনের মনে হয়, আবিরের ফেলুদা-ব্যোমকেশ একসঙ্গে হওয়াটা দর্শক ভালভাবে নেবেন না।
অবশেষে শেষ কোপটাও নাকি তার কাঁধেই পড়ল। বাদ পড়লেন ফেলুদা সিরিজ থেকেও। পরিচালক সন্দীপ রায় তার নতুন ফেলুদা খুঁজে পেয়েছেন। নাটকের পরিচিত মুখ অনির্বাণ ভট্টাচার্যকে তিনি ফেলুদা হিসেবে নিচ্ছেন বলেই খবর। আর ছবিটি কলকাতায় মুক্তি পাবে দুর্গাপূজাতে।

অনির্বাণ এর আগে ‘দেবী সর্পমস্তা’, ‘রাজা লিয়ার’, ‘অ্যান্টনি সৌদামিনী’, ‘অদ্য শেষ রজনী’র মতো নাটকে অভিনয় করেছেন। এছাড়া অপর্ণা সেনের ‘আরশি নগর’ও সম্প্রতি অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে প্রধান চরিত্র আছেন তিনি। 

/এম/