সমালোচনা আর হাসাহাসিকে তুড়ি মেরে নিজের তালে কাজ করে যাচ্ছেন জায়েদ খান। ঢাকাই সিনেমার এই নায়ককে যদিও বড় পর্দায় গত পাঁচ বছরেও দেখা যায়নি। তবু তাকে ঘিরে চর্চা হরদম, সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সবখানে। ভাইরালের যুগে তিনি নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন যে, দেশের প্রথম সারির নির্মাতার ছবির প্রচারণায় পর্যন্ত তাকে ‘হায়ার’ করা হয়!
পর্দার জায়েদের কাজকর্ম নিয়ে সমালোচনা হলেও ব্যক্তি হিসেবে তিনি শিল্পীদের পাশে থাকেন, বিপদে এগিয়ে আসেন, এসব কারণে প্রশংসা পান মাঝেমধ্যে। কিন্তু এই প্রথম তাকে মূল ধারার কোনও তারকা এমন এক খেতাব দিলেন, যা সাম্প্রতিক সময়ে কোনও নায়ককে কেউ দেয়নি!
হ্যাঁ, জায়েদ খানকে ‘জাতির ক্রাশ’ হিসেবে আখ্যায়িত করলেন টিভি পর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। মূলত জায়েদের সঙ্গে একটি ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন তিনি। সেই সূত্রেই পরিচয়, অভিজ্ঞতা। যেটার রেশ ধরে শখ বললেন, ‘এই প্রথম ওভিসিতে কাজ করলাম। খুবই ভালো অভিজ্ঞতা হলো। জায়েদ খান একজন ভালো মানুষ, হার্টথ্রব নায়ক। যিনি আসলে পুরো জাতির ক্রাশ; ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
জায়েদ-শখের ওভিসিটি নির্মিত হয়েছে একটি টিভি ব্র্যান্ডের জন্য। যেটা ইতোমধ্যে প্রকাশ্যেও এসেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে সেটারই আনুষ্ঠানিক প্রকাশনায় নায়ক-বন্দনায় মুখর হন শখ।
একটি চমকের আভাসও দিলেন শখ। জানালেন, বড় একটি প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে শিগগিরই সেটার খবর প্রকাশ্যে আনবেন।
উল্লেখ্য, ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে শোবিজে আসেন আনিকা কবির শখ। বিজ্ঞাপনের মডেল হয়ে তিনি জনপ্রিয়তা পান। এরপর বহু নাটক, টেলিফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া দুটি সিনেমায়ও কাজ করেছিলেন এই সুদর্শনা অভিনেত্রী।