স্মরণে আজম খান

চাচার ১০ গান নিয়ে ভাতিজার চমক (ভিডিও)

বাংলা ব্যান্ড ও পপ মিউজিকের পথিকৃৎ আজম খান। কান্ডারি হয়ে তিনিই এই আউল-বাউলের দেশে এনেছিলেন পশ্চিমা আধুনিক মিউজিকের ছোঁয়া। এরপর তা ছড়িয়ে-ছিটিয়ে বিস্তৃত হয়েছে গোটা দেশে। তাই নিঃসংকোচে সবাই তাকে বলেন ‘পপগুরু’।

আজ (২৮ ফেব্রুয়ারি) আজম খানের জন্মদিন। এ উপলক্ষে তার স্মরণে একটি বিশেষ নিবেদন হাজির করেছেন সংগীত পরিচালক আরমান খান। যিনি সম্পর্কে আজম খানের ভাতিজা আর বিখ্যাত সংগীত পরিচালক আলম খানের পুত্র। স্পেশাল এই ট্রিবিউটের নাম ‘গুরুরে’। জন্মদিনে প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেল থেকে। 

মূলত আজম খানের সৃষ্ট ও গাওয়া কালজয়ী দশটি গানের নাম দিয়েই এটি সাজিয়েছেন আরমান খান। এরপর নিজেই সুর করে গেয়েছেন। আবার গানের ভিডিওতেও পারফর্ম করেছেন তিনি। গানটির প্রোগ্রামিং ও সাউন্ড মাস্টারিং করেছেন তুহিন আহমেদ আল আমিন। ভিডিও বানিয়েছেন রিফাত সৌরভ।
  
চাচার কোলে ছোট্ট ভাতিজাআজম খানকে স্মরণ করে অতীতেও গান হয়েছে বটে। তবে শ্রোতা ও সংগীত মহলের মানুষেরা বলছেন, এটি তার প্রতি সুন্দরতম নিবেদন। গানটি নিয়ে আরমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যি বলতে বাবার সুর আর চাচার গান শুনেই তো আমাদের বেড়ে ওঠা কিংবা গানের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলা। সে হিসেবে অন্যরা ভালোবেসে গুরু ডাকলেও, চাচা (আজম খান) তো সত্যিকারের গুরু আমার। সেই আবেগ থেকেই গানটি করেছি। এটি গত বছর তৈরি করেছিলাম। তখন এটি প্রকাশও হয়েছিল। যদিও সাউন্ডে বেশ কিছু ত্রুটি ছিল তখন। ফলে এবার শতভাগ ত্রুটিমুক্ত করে প্রকাশ করা হলো। আশা করছি সবার ভালো লাগবে।’ 

‘গুরুরে’ গানে ব্যবহৃত আজম খানের জনপ্রিয় ১০ গানের নামগুলো হলো- ‘আসি আসি বলে তুমি’, ‘পাপড়ি’, ‘অভিমানী’, ‘আলাল দুলাল’, ‘গানে ভরা মনটা চিরদিনের নয়’, ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না’, ‘আমি যারে চাইরে’, ‘অনামিকা চুপ’, ‘সালেকা মালেকা’ ও ‘হারিয়ে গেছে’।

গুরুরে: 

প্রসঙ্গত, দীর্ঘ ও সাফল্যময় সংগীত জীবন শেষে ২০১১ সালের ৫ জুন মারা যান আজম খান। এর আট বছর পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।