মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী

ঢালিউডের অন্যতম সফল নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টা নাগাদ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে নির্মাতার বয়স ছিলো ৭১ বছর।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার ভাগিনা সংগীত পরিচালক ইমন সাহা। তিনি তার মামার আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেছেন সবার কাছে।

শিল্পী চক্রবর্তী নির্মাণ করেছেন ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো অনেক সফল সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সিবি জামানের সহকারি হিসেবেও কাজ করেন।