সুরে সুরে ‘জীবন গল্প’ বললেন ফেরদৌস ওয়াহিদ (ভিডিও)

নতুন করে বলার অবশ্য প্রয়োজন নেই-দেশের পপ সংগীতে অনন্য শিল্পী ফেরদৌস ওয়াহিদ। কয়েক দশকের বর্ণিল সুর-অধ্যায় তার। পেয়েছেন জনপ্রিয়তা, খ্যাতি, সম্মান। কিন্তু এর বাইরে জীবনটা কেমন? সেই গল্পই এবার শোনালেন তিনি। তবে কথা-গল্পে নয়, বরং গানে গানে।

যে গানের শিরোনাম ‘জীবন গল্প’। এটি রচনা করেছেন শেখ নজরুল। গানটিতে সুর দিয়েছেন তরুণ গায়ক ও সুরকার পিজিত মহাজন। সংগীতায়োজনে ওয়াহেদ শাহীন। সদ্যই এটি প্রকাশ হয়েছে এইচএম ভয়েস নামের ইউটিউব চ্যানেলে।

গানের শুরুটা এরকম, ‘জীবনটা সকাল বিকেল, জীবনটা সন্ধ্যে দুপুর/ জীবনটা ব্যস্ত ভীষণ, জীবনটা ক্লান্ত নুপুর/ জীবনটা ঘুমের আগে, জেগে ওঠার সময় লেখা/ জীবনটা দৌড় জমিয়ে সবার ভেতর একলা একা/’

ফেরদৌস ওয়াহিদের জন্মদিন ২৬ মার্চ। এ উপলক্ষেই গানটি প্রকাশ করা হয়েছে। বিশেষ এই গান নিয়ে শিল্পীর বক্তব্য এরকম, ‘আমার ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদা একটা ভাষা, ভাবনা আছে এতে। পিজিত আমার খুব স্নেহের, ও এতো সুন্দর সুর বেঁধেছে, না গেয়ে পারলাম না। পুরো প্রজেক্ট নিয়ে পিজিতের পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস এই গানে অনেকে নিজের জীবন গল্প খুঁজে পাবেন।’

ফেরদৌস ওয়াহিদের সঙ্গে পিজিত মহাজনঅন্যদিকে পিজিত মহাজন বললেন, ‘আমার এক যুগের স্টেজ ক্যারিয়ারে স্যারের গান অসংখ্যবার গেয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকায় আসায় পর প্রথম ইচ্ছে ছিল স্যারের সঙ্গে কাজ করবো। সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো। তিনি আমার কাজ করেছেন, এটাই আমার পরম প্রাপ্তি।’

‘জীবন গল্প’ গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত। গ্রামীণ আবহে ধারণ করা ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ নিজেই অংশ নিয়েছেন।

পিজিত জানান, তার সুরে ‘সহে না তোমার কান্না’ ও ‘যদি আবার ফিরে আসি’ শিরোনামের আরও দুটি গান ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে আসবে শিগগিরই।

‘জীবন গল্প’ শুনুন এখানে: