দৃক গ্যালারিতে শুরু হয়েছে নতুন আলোকচিত্র প্রদর্শনী। শনিবার (২৭ এপ্রিল) শুরু হয়েছে ‘অল দ্যাট ওয়েদারস’ শীর্ষক এই প্রদর্শনী; চলবে আগামী ৫ মে পর্যন্ত। আয়োজনটির তত্ত্বাবধানে আছেন তানজিমুল ইসলাম ও সাদমান সাকিব চৌধুরী।
রাজধানীর পান্থপথে অবস্থিত দৃক পাঠ ভবনের গ্যালারিতে জায়গা করে নিয়েছে আটটি গল্পকে ঘিরে ধারণ করা আলোকচিত্র। এসব চিত্র ক্যামেরাবন্দী করেছেন আয়ান বিশ্বাস, ব্রিহাত রাই, এলোডি গিরনার্ড, পূর্ণিমা নায়ার, সাবিন শ্রেষ্ঠা, সুপর্ণা নাথ, বিশেষ আনন্দ ও জয়নব। তারা সকলেই পাঠশালার ছয় মাস মেয়াদী আন্তর্জাতিক প্রোগ্রামের শিক্ষার্থী।
ছবির মাধ্যমে আটটি ভিন্ন গল্প যখন উঠে এসেছে, তেমনি ফুটে উঠেছে চিত্রগ্রাহকদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা। যা দেখার জন্য দৃক গ্যালারিতে দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে ক্রমশ।
জানা গেছে, প্রতি দিন বিকাল ৩টায় শুরু হচ্ছে প্রদর্শনী। চলে রাত ৮টা পর্যন্ত। উন্মুক্ত এই আয়োজন বিনামূল্যেই দেখার সুযোগ পাচ্ছেন সকলে।