গেলো বছরের শেষ মাসে ভারতের বক্স অফিসে কেমন তাণ্ডব চালিয়েছিল ‘অ্যানিমেল’ ছবিটি, তা কম-বেশি সকলেরই জানা। মাত্র ১০০ কোটি রুপি বাজেটের ছবিটি ৯১৭ কোটি রুপির বেশি আয় করে বিশ্বব্যাপী। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, সবখানেই এটি ছিল চর্চার কেন্দ্রে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির (২৬ জানুয়ারি) পরও সেই দাপট অব্যাহত থাকে। ১৩ দশমিক ৬ মিলিয়ন ভিউ নিয়ে প্রথম সারিতে অবস্থান নেয় ছবিটি।
কিন্তু সেই ঝড়কে মাত্র এক মাসেই অতিক্রম করে ফেললো কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’। যে ছবি ঘিরে মাস খানেক ধরে আলোচনা-প্রশংসার জোয়ার বইছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, নেটফ্লিক্সে মুক্তির এক মাসে ছবিটি দেখেছে ১৩ দশমিক ৮ মিলিয়ন দর্শক। যা ‘অ্যানিমেল’র চার মাস তথা সাকুল্য ভিউর চেয়ে বেশি।
ভিউ সংক্রান্ত তথ্যের একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নির্মাতা কিরণ রাও। তবে কিছু না বলে কেবল ইমোজিতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, ‘লাপাতা লেডিস’ নির্মিত হয়েছে বাঙালি নির্মাতা-চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রানতা। এছাড়াও আছেন রবি কিষাণ, ছায়া কদমের মতো গুণী অভিনয়শিল্পী। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ২৩ কোটি রুপির মতো আয় করেছিল ছবিটি। এর বাজেট ছিল প্রায় ৫ কোটি।
সূত্র: ইন্ডিয়া টুডে