‘পুতুলের সংসার, ‘রিকশা গার্ল’, ‘বাইকার গার্ল’ ‘সিকিউরিটি গার্ল’সহ এমন বেশ ক’টি নাটকে নারীপ্রধান ভিন্ন চরিত্রে দেখা গেছে আগেই। তবে টিভি পর্দায় আজ (২১ জুন) অন্য এক তানজিন তিশাকে দেখা যাবে।
যে চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে রাফাত মজুমদার রিংকু পরিচালিত বিশেষ এই টেলিছবিটির নাম ‘নরসুন্দরী’। যেখানে তিশাকে দেখা যাবে একজন নাপিতের ভূমিকায়।
এটি প্রচার হবে আজ (২১ জুন) বাংলাভিশনের পর্দায় বেলা ২টা ২৫ মিনিট থেকে, ঈদ আয়োজনে।
‘নরসুন্দরী’তে কাজ করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটিও নতুন। এই কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে। তা ছাড়া নারীদের অধিকার আর সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে।’
এই চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন সে গল্পও শুনিয়েছেন তিশা। জানালেন, ‘শুটিংয়ের আগে মগবাজার, কারওয়ান বাজারে গিয়ে সেলুনে ও রাস্তার ধারের নাপিতের কাছে দু-তিন ঘণ্টা করে বসে থেকে কাজটি দেখেছি। কাঁচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছি।’
‘নরসুন্দরী’তে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, শরীফ সিরাজ, রওনক রিপন প্রমুখ।