X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রীতমে মুগ্ধ তিশা

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

সংগীতশিল্পী প্রীতম হাসানে মুগ্ধ অভিনেত্রী তানজিন তিশা! কেন মুগ্ধ, সে কথাও জানালেন অকপটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। আর সেখানেই প্রীতমের পাশে বসেই তার প্রতি মুগ্ধতার কথা জানান তিশা। ‘ঘুমপরী’তে তানজিন তিশা তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান ছিলাম। আমরা যারা অভিনয় করি, তাদের সবাই কিন্তু ন্যাচারাল অভিনয় করতে পারেন না, প্রীতম খুব ন্যাচরাল অভিনয় করে। মনেই হয় না ও অভিনয় করছে। প্রত্যেকটা চরিত্রে ও খুব সাবলীলভাবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একসঙ্গে খুব কম দৃশ্য ছিল, কিন্তু যতটুকু কাজ করেছি খুব ভালো লেগেছে। আমি ওর সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি। আরেকটা ব্যাপার, কাজের ক্ষেত্রে সহ-অভিনেতা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রীতম খুব হেল্পফুল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’ ‘ঘুমপরী’র কলাকুশলীরা অন্যদিকে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করবো কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্র হয়ে উঠতে পারবো কিনা, সেটিই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিকেল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’ ‘ঘুমপরী’তে তানজিন তিশা ও প্রীতম হাসান ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ-উদ্বিগ্ন-কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন।

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় চরকিতে আসছে ‘ঘুমপরী’।

 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
কৌতূহল বাড়ালো ‘ঘুমপরী’র ফোরটেস্ট
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!