চমক বটে! জন্মদিন বলে কথা। এমন দিনে কি খালি চোখে ভক্তদের ফেরানো যায়! তাই তো মুহূর্তের চমক দেখালেন দুই বাংলার জয়া। সর্বোচ্চ ২ সেকেন্ডের ঝলক দেখিয়ে আলো-আঁধারিতে মিলিয়ে গেলেন অভিনেত্রী।
ক্যাপশনেও যেন উসকে দিলেন জ্বালা! জন্মদিন দুপুরে দর্শকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন। বললেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক?’
জয়া আহসানের জন্মদিনে (১ জুলাই) নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করলেন ‘ওসিডি’র একঝলক। ১৬ সেকেন্ডের এই ঝলকে মুহূর্তের জন্য ধরা দিলেন জয়া।
সিনেমাটি বানিয়েছেন টলিউডের পরিচালক সৌকর্য ঘোষাল। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া। সিনেমায় তার নাম শ্বেতা।
জয়া আগেই বলেছিলেন, করোনাকালে এই সিনেমার গল্পটি মাথায় ওঠে পরিচালকের। ‘ওসিডি’ অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে গল্পটি। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।
‘ওসিডি’তে আরও অভিনয় করেছেন ঢাকার ফজলুর রহমান বাবু, কলকাতার কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যসহ অনেকে।
সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগেও অভিনয় করেছেন জয়া। নাম ‘ভূতপরী’।