কারণটা না হয় পরে জানা যাবে, আপাতত এটুকু সত্যি ‘সুড়ঙ্গ’ বিজয়ের পর রায়হান রাফীর ব্লকবাস্টার ‘তুফান’ সিনেমাতেও থাকার কথা ছিলো তমা মির্জার। কিন্তু থাকেননি, দাঁড়ালেন সরে।
যে ছবিটি গত ঈদে মুক্তির পর দেশে এখনও সর্বাধিক শো এবং বিশ্বের ১৬টি দেশের মাল্টিপ্লেক্সে চলছে।
‘তুফান’ ছবি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আছে বটে, তবে বাণিজ্যের বিচারে এটি এখন মাইন্ডব্লোয়িং অবস্থায় রয়েছে। সেই সময়ে জানা গেলো ‘তুফান’ ছবিটি তমার কাছেও গিয়েছিলো। কিন্তু সময় চেয়ে যোগ-বিয়োগ করে ফেরত দিলেন সংশ্লিষ্টদের।
তমা বলেন, ‘‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল ভাববার জন্য। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি।’’
বললেন, ‘সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই বেশি মানিয়েছে।’
বুঝাতে চাইলেন, তার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক ছিলো।
রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম-এ। এরপর ওটিটিতে ‘৭ নম্বর ফ্লোর’ ও ‘ফ্রাইডে’ প্রশংসা। অবশেষে একই নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমায় রাজকীয় অভিষেক হয় আফরান নিশোর, সঙ্গে রানীর মতো ছিলেন তমা মির্জা।
মুক্ত গুঞ্জন, প্রেমের সত্যিকার অধ্যায় পেরিয়ে রাফী-তমার বিয়ের সানাই বাজবে দ্রুতই।