কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আলামিন নামের এক তরুণ। তিনি অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। লিখেছেন আবেগঘন একটি ফেসবুক পোস্ট, সঙ্গে বেশ ক’টি ছবি।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) নিজের ফেসবুক দেয়ালে আলামিনকে নিয়ে তিশা লেখেন, ‘কিভাবে শুরু করবো জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। কিন্তু ও অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানত আর দেখত।’
আলামিন কেমন করে কোন স্থান থেকে কবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে তিশার কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি। এদিকে দেশে গতকাল (২৩ জুলাই) নাগাদ ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকলেও তানজিন তিশা কোথা থেকে এই পোস্ট দিয়েছেন, সেটিও স্পষ্ট নয়।