ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১ বছরের ইতিহাসে মূল প্রতিযোগিতায় প্রথমবার জায়গা পেলো সিঙ্গাপুর। এবারের আসরে নির্বাচিত হয়েছে দেশটির ‘স্ট্রেঞ্জার আইস’। এটি পরিচালনা করেছেন সিউ হুয়া ইয়েয়ো। ইতালির ভেনিস লিদো দ্বীপে নিজের ছবির প্রচার করতে যাবেন তিনি।
ছবিটির গল্পে দেখা যাবে, মেয়ে নিখোঁজ হওয়ার পর নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত ধারণ করা ভিডিও রেকর্ড পেতে থাকে ড্যারেন। তার সন্দেহ, এসবের পেছনে প্রতিবেশী এক লোক জড়িত। অন্যের যৌনক্রিয়া কিংবা যৌনাঙ্গ দেখে যৌন তৃপ্তি পায় এই প্রতিবেশী। তার অপরাধ প্রমাণের জন্য নজরদারি শুরু করে ড্যারেন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাইওয়ানিজ অভিনেতা লি ক্যাং-শেং এবং উ চিয়েন-হো। এছাড়া আছেন ভেরা চেন, মিলা ট্রনকোসো, আনিচা পানা, সিঙ্গাপুরের জেনিয়া ট্যান।
সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘স্ট্রেঞ্জার আইস’। উৎসবে এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করবে প্যারিসের প্লেটাইম। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী রবিন কম্পিলোর ‘১২০বিপিএম’ এবং ৮৮তম অস্কারে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হাঙ্গেরির ‘সান অব সাউল’ পরিবেশনা করেছে এই প্রতিষ্ঠান।
২০১৮ সালে সুইজারল্যান্ডে ৭১তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লিওপার্ড জিতেছে সিউ হুয়া ইয়েয়ো পরিচালিত ‘অ্যা ল্যান্ড ইমাজিন্ড’। এতে অজিত চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের তরুণ ইশতিয়াক জিকো। ২০১৮ সালের ডিসেম্বরে ২৯তম সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হওয়ার পর সেরা এশিয়ান কাহিনিচিত্রের স্বীকৃতি পায় ‘অ্যা ল্যান্ড ইমাজিন্ড’। সিঙ্গাপুরের কোনও ছবির এই পুরস্কার জয় ছিল এটাই প্রথম। বিচারকের আসনে ছিলেন হংকংয়ের পরিচালক স্ট্যানলি কোয়ান।
এক বিবৃতিতে সিউ হুয়া ইয়েয়ো বলেন, “বৈশ্বিক মঞ্চে ‘স্ট্রেঞ্জার আইস’ প্রতিযোগিতা করার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। এটি সিঙ্গাপুরের স্বদেশি একটি গল্প।”
বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিসে মূল প্রতিযোগিতায় খ্যাতিমান চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বেন ৩৯ বছর বয়সী সিউ হুয়া ইয়েয়ো। তাদের মধ্যে উল্লেখযোগ্য স্পেনের পেদ্রো আলমোদোভার (দ্য রুম নেক্সট ডোর), টড ফিলিপস (জোকার: ফোলি আ দোঁ), লুকা গুয়াদানিনো (কুইয়ার), পাবলো লারাইন (মারিয়া), ওয়াল্টার সালেস (আই’ম স্টিল হিয়ার), জাস্টিন কার্জেল (দ্য অর্ডার)।
৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ৩৮ বছর পর ফিরেছে নরওয়ে। দেশটির খ্যাতিমান নির্মাতা দগ ইয়োহান হাউগেরু পরিচালিত ‘লাভ’ স্বর্ণসিংহের জন্য লড়বে। এর গল্প চল্লিশে পা রাখা একজন নারীকে কেন্দ্র করে, যিনি একগামী সম্পর্কের পরিবর্তে নৈমিত্তিক যৌনতা অন্বেষণ করেন। তার ভূমিকায় অভিনয় করেছেন আন্দ্রেয়া ব্রায়েন হোভিগ।
‘লাভ’ ছবিটি দগ ইয়োহান হাউগেরুর একটি ট্রিলজির অংশ। এর প্রথম কিস্তি ‘সেক্স’ নির্বাচিত হয় গত ফেব্রুয়ারিতে ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে। শেষ পর্ব হলো মুক্তি প্রতীক্ষিত ‘ড্রিমস’।
সর্বশেষ ১৯৮৬ সালে অদভার আইনরশোন পরিচালিত ‘এক্স’ ৪৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নরওয়ের প্রতিনিধিত্ব করে স্পেশাল জুরি প্রাইজ জিতেছে।
গত বছর হলিউডে অভিনয়শিল্পী ও গল্পকার-চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে হেভিওয়েট তারকাদের দেখা যায়নি ভেনিসের লালগালিচায়। তাই নিষ্প্রভ ছিল গোটা আয়োজন। তবে আগামী ২৮ আগস্ট উদ্বোধনী পর্ব থেকেই হলিউড তারকাদের জৌলুস থাকবে বলে আশা করছেন ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা। শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো জলপথ ঘেরা ভেনিসে এই উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমার লালগালিচায় দেখা দেবেন অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, লেডি গাগা, জুলিয়ান মুর, টিল্ডা সুইনটন, ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, ড্যানিয়েল ক্রেগসহ অনেক হেভিওয়েট তারকারা।
উদ্বোধনী ছবি টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’-এর প্রদর্শনীতে হাজির হবেন মাইকেল কিটন, উইনোনা রাইডার, মনিকা বেলুচ্চি ও জেনা ওর্তেগা।
আগামী ৭ সেপ্টেম্বর উৎসবের সমাপনীতে মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ইজাবেল উপার। ৬২ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রীর নেতৃত্বে বিচারক প্যানেলে থাকছেন চীনা অভিনেত্রী জ্যাং জিয়ি, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, আমেরিকান পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে, জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ। উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।