তিন বছরে ৩৩ গুণীজন সম্মাননা

গীতিকার মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন-এর উদ্যোগে ১২ মার্চ শিল্পকলা একাডেমিতে পরপর ৩ বছরের গুণীজন সম্মাননা প্রদান করা হবে।
২০১৪ সালের জন্য এ সম্মাননা পাচ্ছেন সংগীতে- ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতউল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, মো: আবদুল জব্বার, মো: খুরশীদ আলম, মাকসুদ, রুমানা ইসলাম শ্রাবণী, সুরকার- সুবল দাস, আলাউদ্দিন আলী, আলম খান, গীতিকার- খন্দকার নুরুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, এস এম হেদায়েত, চলচ্চিত্রে চাষী নজরুল  ইসলাম ও  লেখক কাজী আনোয়ার হোসেন।
এদিকে ২০১৫ সালের জন্য এ সম্মাননা পাচ্ছেন কিণ্ঠশিল্পী কাদেরী কিবরিয়া, এম এ শোয়েব ও ভারতের শ্রীকান্ত আচার্য্য।
এ বছর (২০১৬) পাচ্ছেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, তিমির নন্দী, শুভ্রদেব, ফওজিয়া খান, ফরিদা পারভিন, শাহীন সামাদ, শাকিলা জাফর, নৃত্যে ডলি ইকবাল, সুরকার শেখ সাদী খান, গীতিকার হাসান মতিউর রহমান, শাফাত খৈয়াম এবং ডকুমেন্টারিতে সাইফুল ওয়াদুদ হেলাল।
/এমএম/