বিশ্বের অনেক দেশে জুয়া বৈধ হলেও বাংলাদেশে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এর আগে জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। পেয়েছেন শাস্তিও।
সম্প্রতি এমনই এক জুয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নায়িকা পূজা চেরীকে! ভিডিও নয়, অনলাইনে জুয়ার একটি পেইজে পূজা চেরীর নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। সেটি নজরে আসার পর আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নায়িকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা।
বলা দরকার, শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও নায়িকা জীবন তার মাত্র ছয় বছরের। এর মধ্যে পূজা অভিনীত ১২টি সিনেমা মুক্তি পেয়েছে। তার সর্বশেষ আলোচিত সিনেমা ‘জ্বীন’।