চলতি বছরের ৩ মে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর আফতাব নগরে একটি প্লট বুঝে পেয়েছেন অভিনয়শিল্পী সংঘের নেতারা। মাত্র তিন মাসের ব্যবধানে সেই প্লট এখন বেহাতের পথে!
এরমধ্যে জানা গেলো, অভিনয়শিল্পীদের সেই প্লটের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে সাইনবোর্ড। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘পট পরিবর্তনের পরই সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে ওই জায়গার। কে বা কারা কাজটি করেছে জানি না।’
কিন্তু প্রাচীর ভাঙলেও প্লটের মালিকানা নিশ্চয়ই বেহাত হচ্ছে না। এমন আশাবাদের বিপরীতে এই শিল্পী-নেতার কণ্ঠে হতাশা। বললেন, ‘এখন তো অনেক কিছুই ঘটছে। তাই আগাম কিছু বলতে পারছি না।’
সেদিন ফেসবুক পোস্টে সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, ‘আজ শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা’র কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাঁও জনাব শরিফ মো. হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।’
একই দিন (৩ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান একটি বিবৃতিতে বলেন, ‘জায়গাটি হোল্ডিং নং: ৩২, রোড: ২, ব্লক: সি, জহুরুল ইসলাম সিটি, আফতাব নগর। গতকাল শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা এর কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বলা দরকার, ৫ আগস্টের পটপরিবর্তনের পর অনেকটাই রোষানলে আছেন অভিনয়শিল্পী সংঘের কর্তারা। এরমধ্যে শিল্পীদের বড় একটি অংশ বর্তমান কমিটিকে নানাবিধ আলটিমেটাম দিয়েছে পদত্যাগের বিষয়ে।