X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন

বিনোদন ডেস্ক
০৬ মে ২০২৫, ১৬:২৫আপডেট : ০৬ মে ২০২৫, ১৬:২৫

প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা ফেলেছেন কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা কিয়ারার পোশাক আর সাজসজ্জার জাদুতে রীতিমত উজ্জ্বল ছিলেন তিনি। রূপের দ্যুতি ঠিকরে বের হচ্ছিলো। কিয়ারা ভক্তরা দারুণ খুশি প্রিয় তারকার এমন সৌন্দর্যে।

সবাই জানেন, কিয়ারা মা হতে চলেছেন। এই সময়ে নারীরা এমনিতেই আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কিয়ারাও তাই। মেট গালার লাল গালিচায় একেবারে জ্বলজ্বল করছিলেন তিনি।

লাল গালিচায় পোজ দেওয়ার সময় তার বেবি বাম্প প্রদর্শন করেন কিয়ারা। মেট গালায় প্রথমবার কিয়ারা আদভানি তার পরনে ছিল গৌরব গুপ্তার ডিজাইন করা একটি কাস্টম-মেড পোশাক। কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি পোশাকে ছিল সাদা–কালো বর্ডার দেওয়া টেল। সাথে সোনার প্রলেপযুক্ত ব্রেস্টপ্লেট পরেছিলেন তিনি। তার পেটে একটি সোনার প্রলেপযুক্ত হার্ট চিহ্ন যুক্ত করা হয়েছিলো। একটি পাতলা সোনার চেইন দ্বারা ব্রেস্টপ্লেটের সাথে সংযুক্ত ছিল, যা নাভির প্রতীক। কিয়ারা আদভানি মেট গালা ২০২৫-এ তার লুক সম্পর্কে কথা বলেন। সেইসাথে কিয়ারা তার প্রথম সন্তানের আগমন উপলক্ষে গর্ভবতী থাকাকালীন মেট গালায় আত্মপ্রকাশের তাৎপর্য সম্পর্কে কথা বলেছেন। কিয়ারা আদভানি তিনি বলেন, ‘একজন শিল্পী এবং হবু মা হিসেবে আমার জীবনের এই মুহূর্তে মেট গালায় অভিষেক হওয়াটা দারুণ অনুভূতি। যখন আমার স্টাইলিস্ট, অনৈতা, আমার লুক ডিজাইন করার জন্য গৌরবের কাছে যান, তখন তিনি ‘ব্রেভহার্টস’ তৈরি করেন, যা আমার বর্তমান রূপান্তরের অবস্থাকে সম্মান করে। এই বছরের পোশাক কোড, ‘টেইলর্ড ফর ইউ’-এর সাথে সুন্দরভাবে সংযুক্ত করে। এটি একটি স্মরণ করিয়ে দেয় যে, আমরা যা কিছু করি তা পরবর্তী প্রজন্মের জন্য প্রশস্ত পথ তৈরি করে।’ কিয়ারা আদভানি বলা প্রয়োজন, কিয়ারা ছাড়াও শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ, ইশা আম্বানি, প্রিয়াঙ্কা চোপড়া এবং নাতাশা পুনাওয়ালার মতো অন্যান্য ভারতীয় সেলিব্রিটিরাও মেট গালা ২০২৫-এ যোগ দিয়েছিলেন। কিয়ারা আদভানি সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা