যা বললেন জিৎ

নিরাপত্তার চাদরে ঢাকা শ্যুটিং!

কলকাতার নায়ক জিৎ বাংলাদেশে এসেছেন শনিবার রাতে। উদ্দেশ্য, যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবি। রবিবার থেকে চলছে টানা শ্যুটিং। গেল দু’দিন ধরে তার বাংলাদেশের কার্যক্রম চলছে নিরাপত্তার চাদরে ঢেকে। যেমনটা অতীতের কোনও বিদেশি শিল্পীর শ্যুটিংয়ে ঘটেনি।

শ্যুটিংয়ে ব্যস্ত জিৎ। ছবি: জাজ মাল্টিমিডিয়া।কোন দিন, কখন, কোথায় এবং কতক্ষণ জিতের শ্যুটিং হবে- সেটা প্রযোজক-পরিচালকের বাইরে ইউনিটের মানুষও খুব একটা আগাম অনুমান করতে পারছেন না! কিন্তু কেন এই নিরাপত্তা? জিতের ঢাকা আগমন নিয়ে কোনও ‘গোপন হুমকি’ নেই তো! এমন প্রশ্ন কিংবা বিস্ময়ের বিপরীতে জবাব নেই বাংলাদেশের ডাকসাইটে প্রযোজক আব্দুল আজিজের কণ্ঠেও। বরং ‘নীরবতাই শ্রেয়’ টাইপের অভিব্যক্তি পাওয়া গেছে তার পক্ষ থেকে।

জিৎ গাঙ্গুলি। ছবি: গুগল থেকে নেওয়া।অতঃপর ‘খোঁজ- দ্য সার্চ’-এর মতো ‘অসম্ভবকে সম্ভব’ করে রবিবার উত্তরার ৪নং সেক্টরের শ্যুটিং হাউজ ‘আপন ঘর-২’-এ খোঁজ মিলেছে টালিগঞ্জ টপ জিতের। যে ঘরে ঢোকার সময় প্রথমেই কড়া শর্ত দেওয়া হয়- ‘ভেতরে প্রবেশ করতেই পারেন। তবে কোনও ছবি তোলা যাবে না। এমনকি জিৎ স্যারের কোনও সাক্ষাৎকার নেওয়া যাবে না।’
অবশেষে শর্ত মেনেই শ্যুটিংয়ের ফাঁকে খানিক আলাপ হলো জিতের সঙ্গে। কথায় কথায় একই প্রশ্ন তুলে দেওয়া হলো তার বরাবর। এবার তিনি প্রযোজকের মতো এড়িয়ে যাননি, ছড়াননি কোনও ধোঁয়া। বরং পরিষ্কার করেই বললেন, ‘আমি আসলে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছি, ঠিক তা না। বরং সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছি। কারণ আমি জানি, এখানে আমার অনেক ভক্ত আছে। তাই আমি চাই, সবার সঙ্গে সেলফি আর চুটিয়ে আড্ডা মারার আগে শ্যুটিংটা মন দিয়ে শেষ করতে।’
খানিক থেমে আত্মপক্ষ সমর্থনে জিৎ আরও বলেন, ‘এখন যতবেশি সংবাদমাধ্যমে আমি কথা বলব, ছবি তুলবো, ততবেশি ভক্তরা আমার কাছে আসতে চাইবেন। এতে করে শ্যুটিংয়ে বিঘ্ন ঘটবে- এটা কাম্য নয়।’
টালিপাড়ার এই এক নম্বর নায়ক আরও বলেন, ‘আমি ১৫/১৬ মার্চ সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় নিয়ে কথা বলবো, সেলফি তুলবো। সেই পরিকল্পনা করে রেখেছি।’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘আমরা জিতের নিরাপত্তা এবং নির্বিঘ্নে শ্যুটিং করার জন্য ডিএমপিতে আবেদন করেছিলাম ২৪ ফেব্রুয়ারি। আবেদন গৃহীত না হওয়ায় গ্রুপ ফোরকে দায়িত্ব দিয়েছি। ১৬ মার্চের দিকে আমরা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করছি।’
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মাণাধীন ‘বাদশা’তে জিৎ এর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব।
/জেডএ/এমএম/