২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনব্যাপী প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান ও প্রামাণ্য অনুষ্ঠান। তবে সব ছাপিয়ে এদিন দর্শকদের বিশেষ নজর থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রথম ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’-এর দিকে।
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় ‘ফিরে আসে বারবার’ প্রচার হবে রাত ৯টায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত।
এছাড়াও সকাল সাড়ে ১১টায় প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান ‘আমাদের স্বাধীনতা’। শিশুদের অংশগ্রহণে কবিতা, গান, নাচ, নাটিকা ও চিত্রাঙ্কনের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সংগীতানুষ্ঠান ‘কথা ও সুরে স্বাধীনতা’ প্রচার হবে দুপুর ১টা ১০ মিনিটে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান, প্রিয়াংকা গোপ, আতিয়া আনিসা, মৌমিতা তাসরীন নদী, মনিকা দেবনাথ, কিশোর দাস, বেলাল খান ও অপু আমান।
১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন সুলতান মাহমুদ বাদল। আলোচক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম এবং সাংবাদিক এম এ আজিজ। আলোচনা অনুষ্ঠান ‘আমার স্বাধীনতা, আমার গর্ব’ প্রচার হবে রাত সাড়ে ৮টায়। আমিরুল ইসলাম কাগজির উপস্থাপনায় অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন (বীর বিক্রম) এবং নজরুল গবেষক ও যুগান্তর সংবাদপত্রের সম্পাদক আব্দুল হাই শিকদার।