‘এবার আর গল্প নয়, সত্যি সত্যি বিয়ে করেছি’

ম্যাঙ্গো স্কোয়াড-খ্যাত শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে কম গুঞ্জন তো হলো না। বরাবরই বিষয়টি সম্পর্কে এড়িয়ে গেছেন কিংবা জানিয়েছেন চরিত্রের প্রয়োজনে বর-কনে সেজেছেন! 

তবে এবার ঈদ আনন্দ ম্লান হওয়ার আগেই অভিনেতা জানালেন খুশির খবর। প্রকাশ করলেন ঝকঝকে নববধূর ছবি। বললেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

এখানেই চুপ থাকেননি। আবেগতাড়িত হয়ে বললেন, ‘এবার আর গল্প নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ (৪ এপ্রিল) আমাদের বিয়ে হয়েছে।’ 

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সরকার।বিয়ের আসরে সরকার পরিবারঅভিনেতা জানান, পাত্রী মিডিয়ার কেউ নয়। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা।

স্যাড বাট ট্রু, শামীম হাসান সরকার বিয়ের দুটি ছবি প্রকাশের পর সেখানে অভিনন্দনের ঢেউ উঠেছে বটে; তবে অসংখ্য প্রতিক্রিয়া রয়েছে সন্দেহের তালিকায়। যাদের বেশিরভাগই বিস্ময় প্রকাশ করে বলছেন, এটা আবার নাটকের দৃশ্য নয় তো?

জানা গেছে, শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা প্রীতি। ফরিদপুরের মেয়ে প্রীতি পড়াশুনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।বিয়ের আসরে প্রীত ও সরকার