অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক ঘটলো। কাছাকাছি সময়ে জানা গেলো, বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।
বিয়ের আসরে অতিথি হয়ে হাজির থাকা নায়িকা-মডেল সুনেরাহ বিনতে কামাল বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে রাবা খানের ইনস্টাগ্রাম পোস্ট থেকেও। যেখানে তিনি নিধির সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ভালোবাসার একটা গান দিয়ে আমাদের সবটুকু শুরু’।
তবে বিয়ে প্রসঙ্গে নিধি বা রাবা খানের সরাসরি কোনও মন্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ‘দাগি’ সিনেমার করেছেন আরাফাত মহসিন নিধি। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে পাওয়া গেছে আরাফাত ও রাবাকে। অনুমান করা যাচ্ছে, এই গানটির সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের জন্ম।
প্রেমিকা: