কাক রূপে অক্ষয়!

কাকরূপী অক্ষয়বলিউড সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘এনথিরান-২’ এ অক্ষয় কুমার এমনভাবে হাজির হচ্ছেন যে তাকে চেনাই যাচ্ছে না।

অভিনয় জীবনে প্রথমবারের মতো বিরাট বাজেটে খল চরিত্রে এ সিনেমায় অভিনয় করছেন অক্ষয়। এখন সিনেমাটির শ্যুটিং চলছে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের প্রথম যে ছবিটি প্রকাশ হয়েছে, তা দেখে অনেকে চমকে গেছেন।
প্রকাশিত ছবি দেখে বোঝা যায়, চরিত্রটিতে কাকের চেহারার ছাপ রয়েছে। এতে অক্ষয় এক বিচিত্র বিপথগামী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন।
বার্তাসংস্থা ইএএনএসকে এক সূত্র জানায়, বিজ্ঞানী রিচার্ডের চরিত্রে অক্ষয় অভিনয় করবেন। একটি বৈজ্ঞানিক পরীক্ষায় ভুলের ফলে ওই বিজ্ঞানী পাগল হয়ে যান এবং চেহারা নষ্ট হয়ে যায়। এ চরিত্রের জন্য অক্ষয়কে পুরো শরীরকে পরিবর্তন করতে হয়েছে।
যে ছবিটি প্রকাশ করা হয়েছে তা দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তোলা হয়েছে। স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি ফুটবল খেলার দৃশ্য ধারণ করা হচ্ছে।
সূত্র আরও জানায়, দিল্লির শ্যুটিং আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর টিম মরক্কোর উদ্দেশে রওনা দেবে। সেখানে দীর্ঘদিন অবস্থান করে সিনেমার গুরুত্বপূর্ণ অংশগুলো শ্যুটিং হবে।
রজনীকান্ত এখনও দিল্লির শ্যুটিংয়ে যোগ দেননি জানিয়ে সূত্র জানায়, মার্চের ৩০ তারিখ তিনি যোগ দিতে পারেন। দিল্লির শ্যুটিংয়ে অক্ষয়ের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।
শংকর পরিচালিত সিনেমায় আরও অভিনয় করছেন অ্যামি জ্যাকসন।
সিনেমাটিতে অক্ষয়ের চরিত্রের প্রথম ছবি প্রকাশের তার ভক্তরা সিনেমাটির মুক্তির অপেক্ষা শুরু করেছেন।
সূত্র: আইবিএন লাইভ

/এএ/এম/