যাদের নিয়ে এবারের ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’

তারকাদের নিয়ে আগেও (২০২৩) একবার ক্রিকেট আসরের আয়োজন হয়েছে দেশে। যদিও সেটি শেষ হয়েছে বিতর্কের ভেতর দিয়ে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও পরিশীলিত আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)।

গেল কদিন দল গুছানো আর প্র্যাকটিসে ঘাম ঝরাতে দেখা গেছে শিল্পী-নির্মাতাদের। ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।  রাজের দলের সদস্যরাতার আগে, ১ মে রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স নামে চারটি টিমের নাম ও খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয়। টিমগুলোর প্রধান হিসেবে রয়েছেন চারজন নির্মাতা- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী। তারা নিজ নিজ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সেলিমের দলের সদস্যরাখেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, রোশান, নাদিয়া, তৌসিফ, জেফার, কর্নিয়া, আরফিন রুমি, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, পার্থ শেখ, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, রাশেদ সীমান্ত, সাজ্জাদ খান সান, সারিকা সাবরিন, আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক, শ্যামল মাওলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে ক্রিকেট খেলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অংশুর দলের সদস্যরাওয়ালটন কেবল প্রেজেন্টস ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)-এর টুর্নামেন্ট অর্গানাইজিং টিমে অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ইশতিয়াক সাদেক, চেয়ারম্যান অভিনেতা জাহিদ হাসান, সেক্রেটারি ওয়াসিম খান, কনভেনর অভিনেতা ইরফান সাজ্জাদ, ট্রেজারার সাজ্জাদ খান সান, মেম্বার রেজাউল আহসান সিকদার (রেজা)সহ আরও অনেকে।
 
আয়োজকদের মতে, এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র একটি উত্তেজনাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা নয়, বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।প্রবীরের দলের সদস্যরা