ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন’-এর প্রাথমিক স্বপ্ন হলো সাত দিনে সাতটি শো এবং বিশেষ শো দিয়ে সাজানো। ইতোমধ্যে এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন কিংবদন্তি আলমগীরের প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।
আরেক কিংবদন্তি সোহেল রানার পডকাস্ট ‘আমি সোহেল রানা’, পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’, সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়রি’ চলমান রয়েছে। এর সঙ্গে দ্রুতই আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’।
এই স্বপ্নের সঙ্গে বাস্তবে যোগ হতে যাচ্ছে আরেকটি সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্ট্রেইট কাট তুষার’। এই শোয়ের প্রচার শুরু হচ্ছে ২৬ মে রাত দশটায় আইজ অন নামের ইউটিউব চ্যানেলে। এই পডকাস্টের প্রাণপুরুষ কিংবা প্রশ্নকর্তা হিসেবে থাকবেন সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য।
এই পডকাস্ট প্রসঙ্গে তুষার আদিত্য বলেন, ‘আমাদের মিডিয়ায় এখন কিংবা অনেক দিন ধরেই প্রশ্ন করার চর্চাটি কমে গেছে। অথচ সাংবাদিকতার মূলেই রয়েছে প্রশ্ন। আপনি যত বেশি প্রশ্ন করবেন, ততই দর্শক বা পাঠকের জানার পরিধি বাড়বে। প্রশ্ন মানেই আসল তথ্য সবার সামনে তুলে ধরা। আমি সেটাই জারি রাখবো এই আয়োজনে। দেখা যাক কতটা সত্য বের করে আনতে পারি সবার সামনে।’
প্রথম পর্বে তুষার আদিত্যর অতিথি হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম সিকদার।