মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের নিয়ে...

‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের দুই প্রধান অনন্ত হিরা ও নূনা আফরোজ।বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটি ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে।


নাট্যদলটি এবার মঞ্চে নিয়ে আসছে অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় নতুন নাটক ‘কনডেমড সেল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

এতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ ও প্রকৃতিসহ আরও অনেকে।

নাট্যকার-অভিনেতা অনন্ত হিরা বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটকটির সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’-এ। কারা বিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরাই থাকেন।’’

/এস/এমএম/