দুর্গোৎসবে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের সিনেমা ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’র শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
অবশেষে সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন, ‘‘অনেক আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছিল। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাবো।’’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।