দিনভর কনসার্ট

বৈশাখের আমেজের বাড়তি অনুষঙ্গ কনসার্ট। এবারও এর ব্যতিক্রম নয়। রাজধানীসহ সারাদেশে গানের আয়োজন থাকবে বাংলা নববর্ষের প্রথমদিন। দেখে নেওয়া যাক কোথায় কোন আয়োজন থাকছে-বৈশাখের কনসার্ট

ওয়ান্ডার ল্যান্ড মাঠ:

সকাল ৯টায় থেকে শুরু হবে কনসার্টটি। পরিবেশনে অংশ নেবেন টাঙ্গাইল থেকে আসা স্কুল সরোজপঞ্চম-এর শিক্ষার্থীরা, শামা রহমান, খায়রুল আনাম শাকিল, ইফফাত আরা দেওয়ান, পরম্পরা সংগীত বিদ্যালয়।

বিকাল ৩টায় গাইবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল। পরের দিনও এর আয়োজন থাকবে। এর আয়োজক ব্লুজ কমিউনিকেশন।

আবাহনী মাঠ:

পহেলা বৈশাখে ধানমণ্ডির আবাহনী মাঠে রয়েছে তারকাবহুল এ কনসার্ট। দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এটি।  কনসার্টে অংশ নেবে এলআরবি, ফিডব্যাক, দলছুট। সঙ্গে ‘বাউল এক্সপ্রেস’ ও ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা শিল্পীদের নিয়ে গঠিত গানের দল। মাছরাঙা টেলিভিশনে পুরো আয়োজনটি সরাসরি প্রচার করবে।

শেখ জামাল মাঠ:

ধানমণ্ডির লেফটেন্যান্ট শেখ জামাল মাঠের এ আয়োজনের অন্যতম আর্কষণ হিসেবে থাকছেন জেমস। এটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। কনসার্টের শিরোনাম ‌'রাঙানো বৈশাখ'।

এতে অংশ নেবেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ব্যান্ড শিরেনামহীন ও ভাইকিংস।

টিএসসি মল চত্বর:
এতে গাইবেন নগরবাউল জেমস, মিলা, শিরোনামহীন, চিরকুট, মিলা ও হৃদয় খানসহ অনেক। কনসার্ট শুরু হবে সকাল ৮টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এটি সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন।

পাবনা  এডওয়ার্ড মাঠ:

পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে নববর্ষের কনসার্ট ‘বৈশাখী উৎসব’। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাবনা থেকে এনটিভি সরাসরি কনসার্টটি সম্প্রচার করবে।

কনসার্টটিতে অংশ নেবেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, রিংকু,  কণা, জলের গান, সিঁথি, টিনা প্রমুখ। অনুষ্ঠানটি  উপস্থাপনা করবেন আমব্রিন, আলিফ ও সোনিয়া হোসেন।

 

শহুরে বিনোদন কেন্দ্র:

নন্দনে পহেলা বৈশাখের কনসার্ট শুরু হবে বিকাল তিনটায়। গান পরিবেশন করবেন এন্ড্রু কিশোর, বারী সিদ্দিকী, মনির খান, কণা, কাজী শুভ, শাহনাজ বাবুসহ অনেকে।

ফ্যান্টাসি আইল্যান্ডে বৈশাখীর প্রথমদিনের আয়োজনে গাইবেন গান ন্যানসি,হাসান, রুমি, কুদ্দুস বয়াতি, শফি মণ্ডল ও স্মরণ।

 

এছাড়া শাহবাগে গণজাগরণ মঞ্চ, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কনসার্ট হবে। 

/এমআই/এম/