লীলা স্যামসনের পরিচালনায় উৎসব

লীলা স্যামসনভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন ঢাকায় এসেছেন বুধবার। সঙ্গে তার নাচের দল ‘স্পান্দা’।
এ সফরের অন্যতম কারণ ঢাকায় একটি কর্মশালা পরিচালনা করা। এছাড়াও তিনটি নাচের অনুষ্ঠানও পরিচালনা করবেন ভরতনাট্যমের কিংবদন্তি এ শিল্পী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাধনা ও সৃষ্টি লীলা স্যামসনকে নিয়ে ২১ (আজ) থেকে ২৩ এপ্রিল ‘রূপ বাহুল্য ভরতনাট্যম নৃত্য উৎসব’ আয়োজন করেছে।
আজ সন্ধ্যায় লীলা স্যামসন ও স্পান্দা ভরতনাট্যম পরিবেশন করবেন জাতীয় নাট্যশালায়।
২২ ও ২৩ এপ্রিল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে থাকছে পরিবেশনা। এরপর ২৪ থেকে ২৮ এপ্রিল একাডেমির মহড়াকক্ষে ভরতনাট্যম নাচের কর্মশালা পরিচালনা করবেন লীলা।
এতে অংশ নেবেন সাধনা ও সৃষ্টিসহ দেশের নৃত্যশিক্ষার্থীরা।
বর্ষীয়ান এ ভারতীয় শিল্পীর এবারই প্রথমবারের মতো ঢাকা সফর নয়। ১৯৯২ সালে সাধনার আমন্ত্রণে লীলা প্রথম ঢাকায় আসেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে আরও দুইবার তিনি ঢাকায় এসেছিলেন।
/এম/