জামালপুরে আট দিনের উৎসব চলছে

‘দর্পণে শরৎ শশী’ নাটকের দৃশ্য। ছবি সংগৃহীত‘জ্বেলে দিয়ে যাই আঁধার বিনাশী আলো’- এই স্লোগান নিয়ে জামালপুরে শুরু হয়েছে আট দিনব্যাপী অঙ্গন নাট্যোৎসব।
শনিবার সন্ধ্যায় জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাকার দেশ নাট্যদলের ‘দর্পণে শরৎ শশী’ ছিল উদ্বোধনী নাটক। এটির নিদের্শনা দিয়েছেন আলী যাকের।
এর আগে আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
রবিবার উৎসবের দ্বিতীয় দিন ছিল আয়োজক থিয়েটার অঙ্গনের প্রযোজনা ‘সঙ রঙ’। এটির নির্দেশনায় তাসমীম ফেরদৌস বিপাশা।
আট দিনের এ উৎসব শেষ হবে ৩০ এপ্রিল। উৎসবের বাকি দিনগুলোর সন্ধ্যায় থাকবে নাটকের প্রদর্শনী।
তৃতীয় দিন ২৫ এপ্রিল সিরাজগঞ্জের নাট্যাধারার পরিবেশনা। তারা মঞ্চস্থ করবে শাহীন রহমান নির্দেশিত নাটক ‘বিষাদ সিন্ধু’। ২৬ এপ্রিল থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল প্রযোজনায় ‘মুল্লুক’। এটি রচনা ও নির্দেশনায় আছেন বাকার বকুল।
২৭ এপ্রিল সাগর মুখার্জ্জীর নির্দেশনায় নাট্যনীড়ের ‘আমার স্বাধীনতা ও বাংলাদেশের ইতিকথা’।
২৮ এপ্রিল অমৃত থিয়েটার পরিবেশন করবে ‘এই মৃত্যু উপত্যাকা আমার দেশ নয়’। এটির নির্দেশক মুক্তা আহমেদ।

২৯ এপ্রিল ঢাকার দৃষ্টিপাত নাট্যদলের ‘কয়লা রঙের চাদর’। এটির রচনা ও নির্দেশনায় ম.আ. সালাম।

উৎসবের সমাপনী দিনে বঙ্গলোক পরিবেশন করবে নাটক ‘রূপচাঁন সুন্দরীর পালা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফ সাইক।

এছাড়াও এদিন প্রয়াত নাট্যজন আব্দুল্লাহ আল মামুনের স্মরণে প্রদান করা হবে আব্দুল্লাহ আল মামুন নাট্য পদক-২০১৬।

/এমআই/এম/