অনেকদিন ধরেই বলি পাড়ায় ফিসফাস চলছিলো, প্রেম করছেন তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্ট। তারা অবশ্য প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি এখনও। কিন্তু ভক্তদের চোখ তাদের দু’জনকে একসঙ্গে ঠিকই খুঁজে নেয়। এই যেমন সম্প্রতি দু’জনই তাদের নিজ নিজ ইনস্ট্রাগ্রামে ফিনল্যান্ডে ছুটি কাটানোর এমন কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা ধরে ফেলেছেন; তাদের অবস্থান একই জায়গায়!
তৃপ্তি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রচুর স্নো ফল হচ্ছে। তুষারের উপর হেঁটে যাচ্ছেন তিনি। এমনকি বেশ কয়েকটি সেলফির পাশাপাশি স্যামের তোলা কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। কালো এবং লাল শীতের পোশাকে দারুণ দেখাচ্ছে তাকে।
স্যামও ফিনল্যান্ডের একই জায়গা রোভানিমি থেকে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। একসাথে তাদের সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার জীবনে প্রথমবার এই অভিজ্ঞতা।’
আরেকট ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, তারা দু'জনে একই ফায়ারপ্লেসের ভিডিও শেয়ার করেছেন। এমনকি বরফের মধ্যে হরিণের হাঁটার ভিডিও শেয়ার করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস