জানুয়ারি মাসে সাইফ আলি খানের ওপর আততায়ীর হামলার ঘটনা এখনও আলোচনায়। প্রায় এক মাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি!
‘ছোটে নবাবে’র ওপর হামলার ভয়াবহ ঘটনায় যখন পতৌদি পরিবার উদ্বিগ্ন, ঠিক সেই সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বেবোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা, যা নিয়ে এত হইচই শুরু হয়েছে?
কারিনা কাপুর পোস্টে জীবনের কঠিন সময়ে নম্র বা বিনীত থাকার পাঠ দেওয়া হয়েছে।
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান, বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, সাইফের ওপর হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।