X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কারিনার লক্ষ্য ৭৫!

বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৮:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে কাজ করছেন কারিনা কাপুর খান। এখনও তার দর্শক চাহিদা এতটুকু কমেনি। তবে এখন বেশ বুঝেশুনে সিনেমা হাতে নেন বেবো।

অবশ্য এ কথা তো সত্যি, বয়স হচ্ছে তার। কিন্তু কারিনা বয়সের হিসাব রাখতে  নারাজ। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, ৭৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে চান তিনি। কারিনা কাপুর খান ২ এপ্রিল (বুধবার) কারিনা তার পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের লেখা বই ‘দ্য কমন্সেন্স ডায়েট’-এর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এসব বিষয়ে কথা বলেন। 

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা। আমি  সবসময় ফিট থাকতে চাই যাতে বার্ধক্য যখনই আসুক না কেন, তা মেনে নিতে পারি। ৭০ বছর বয়সেও সেটে যেতে চাই বা হতে পারে ৭৫ বছর বয়সেও। আমি সারা জীবন কাজ করে যেতে চাই। তাই আমাকে সঠিক খাবার খেতে হবে।’ কারিনা কাপুর খান যোগব্যায়াম, সঠিক খাবার এবং ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে বার্ধক্য মানে জীবনেরই অংশ। আমি এটা ভালোবাসি। আমি এটাকে আলিঙ্গন করছি। কিন্তু আমি ঘি, খিচুড়ি, পেশিশক্তির জন্য একটু এক্সারসাইজ, একটু হাঁটা, সূর্য নমস্কার করা, এমনকি ত্বকের চিকিৎসা বা বোটক্সের চেয়ে নিজের ছোট ছোট কাজ করা বেশি গুরুত্বপূর্ণ মনে করি।’  

কারিনা আরও বলেন, ‘প্রতিটি নারীরই এই মন্ত্র অনুসারে জীবনযাপন করা উচিত যে আত্মবিশ্বাস একটি জাদুর মতো কাজ করে। যেমনই অনুভব করুন না কেন, প্রতিদিন নিজেকে আশ্বস্ত করাই একমাত্র ভালো থাকার উপায়।’ কারিনা কাপুর খান বলা দরকার, কারিনা গত বছর কৃতী শ্যানন এবং টাবুর সঙ্গে ‘ক্রু’-এর মতো বাণিজ্যিক হিট সিনেমায় অভিনয় করেছেন। এরপর অজয় দেবগন এবং অর্জুন কাপুর অভিনীত রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় দীপিকা পাড়ুকোন, রণবীর  সিং, টাইগার শ্রফ ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র: এনডি টিভি 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
আত্মসমালোচনায় আমির
আত্মসমালোচনায় আমির
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
সাইফের ওপর হামলা নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন
সাইফের ওপর হামলা নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন
বিনোদন বিভাগের সর্বশেষ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’