ভারতীয় লেখক, গীতিকার, সুরকার ও পরিচালক গুলজার নির্মিত ‘আঁধি’ সিনেমায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির ৫০ বছর পার করেছে। ৫০ বছর পূর্তিতে এটি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে বিস্তর কথা বলেছেন গুলজার।
সাক্ষাৎকারে তিনি সুচিত্রা সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা যেমন শেয়ার করেছেন, তেমন উঠে এসেছে তাদের মধ্যকার সম্পর্কের গল্পটাও।
গুলজার বলেন, “আমরা যখন ‘আঁধি’র শুটিং করছিলাম, সুচিত্রা সেন আমাকে ‘স্যার’ ডাকা শুরু করেন প্রথম থেকেই। অথচ কলকাতায় সবাই তাকে ‘ম্যাডাম’ ডাকতেন। আমি ওনার চেয়ে বয়সে ছোট ছিলাম। আমাকে ‘স্যার’ ডাকতে নিষেধ করতাম কিন্তু তবুও আমাকে তিনি এভাবেই সম্বোধন করতেন। আমরা সবসময় বাংলায় কথা বলতাম। একসময় ওনাকে থামাতে না পেরে আমিও ‘স্যার’ ডাকা শুরু করি। অর্থাৎ আমরা দু’জনেই দু’জনকে ‘স্যার’ ডাকতাম। যেটা আর কোনও ডিরেক্টর-শিল্পীর ক্ষেত্রে ঘটেছে বলে আমার জানা নেই।’’
গুলজার কীভাবে সুচিত্রা সেনকে সিনেমাটি করতে রাজি করিয়েছিলেন সেই প্রসঙ্গেও কথা বলেন। কারণ তখন সুচিত্রা কলকাতার সিনেমায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন। হিন্দি সিনেমায় কাজ করেন খুব বেছে বেছে।
এরপর তিন বছর পর গুলজার ‘আঁধি’ সিনেমার চিত্রনাট্য নিয়ে যান অভিনেত্রীর কাছে। তখন সুচিত্রা সেন কাজটি করতে রাজি হন এবং বলেন, ‘এখন আর আমি কোনও পরামর্শ দেবো না।’
গুলজার জানান, সুচিত্রা সেন ‘আঁধি’র চিত্রনাট্য খুব পছন্দ করেছিলেন। শুটিং করেছিলেন বেঙ্গালুরুতে।