‘মিশন মঙ্গল’ খ্যাত নির্মাতা জগন শক্তির পরবর্তী সিনেমা ‘রেঞ্জার’-এ অজয় দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া। মার্চের শেষের দিকে শুরু হবে শুটিং। খবরটি প্রকাশ করেছে পিংভিলা।
অজয় দেবগন আবারও ‘মিশন মঙ্গল’ নির্মাতা জগন শক্তির সঙ্গে জঙ্গল-অ্যাডভেঞ্চার ‘রেঞ্জার’-এ একত্রিত হচ্ছেন। এটি প্রযোজনা করবে লাভ ফিল্মস। এটি একটি বিশাল বাজেটের সিনেমা।
সিনেমায় অজয়ের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রেঞ্জার’ সিনেমায় তামান্না ভাটিয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।
সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তামান্না ভাটিয়া অজয় দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন।
উল্লেখ্য, ‘রেঞ্জার’ সিনেমা চলতি বছরব্যাপী শুটিং করা হবে। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে এটি।