হৃতিক রোশন, তার অভিনয় নৈপুণ্যের কথা বিশদভাবে বলার প্রয়োজন নেই। সেইসাথে বলিউডের অন্যতম দক্ষ নাচিয়ে অভিনেতাও তিনি। এবার তার নামের পাশে যুক্ত হচ্ছে আরেক বিশেষণ। প্রথমবারের মতো পরিচালনায় হৃতিক। সেটাও আবার ‘কৃশ’ ফ্যাঞ্চাইজির সিনেমা দিয়ে।
ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ ফিরে আসছে আবারও। প্রযোজক হিসেবে রাকেশ রোশনের সঙ্গে যুক্ত হয়েছেন আদিত্য চোপড়া। তারা যৌথভাবে প্রযোজনা করবেন ‘কৃশ ৪’।
২০০৩ সালে ‘কোই মিল গ্যায়া’ দিয়ে শুরু হয় ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। এরপর ‘কৃষ’ ও ‘কৃষ ৩’।
এবার আসতে চলেছে ‘কৃশ ৪’। এরইমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে, প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
রাকেশ রোশন আরও রোমাঞ্চিত এ কারণে যে, আদিত্য চোপড়া ‘কৃশ ৪’-এর প্রযোজক হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
বলা দরকার, ‘কৃশ ৪’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের প্রথম দিকে। ‘কৃষ ৪’ কে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আকাঙ্খিত সিনেমা হিসেবে এরইমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এই সিনেমার লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, বরং বিশ্বজুড়ে ভারতকে প্রতিনিধিত্ব করা।
সূত্র: পিঙ্কভিলা