X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ক্রিশ ৪: ঘোষণা আসছে…

বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৩:০৫আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪:৩৬

সুপারহিট ‘ক্রিশ’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা বেশ কিছুদিন ধরেই চতুর্থ কিস্তির জন্য অধীর হয়ে আছেন। মনে হচ্ছে, এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।

রাকেশ রোশন সম্প্রতি হৃতিক রোশন অভিনীত সুপারহিরো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত দিলেন।

সম্প্রতি এএনআই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান যে, শিগগিরই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

তিনি বলেন,  ‘হ্যাঁ, এটি এখন প্রায় প্রস্তুত। আমি দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা করবো।’ হৃতিক রোশন ও রাকেশ রোশন এর আগে, রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন যে, ‘ক্রিশ ৪’ আর দেখার সম্ভাবনা নেই। তবে তিনি তার মত পাল্টেছেন। বলিউড হাঙ্গামার সাথে এক সাক্ষাৎকারে তিনি ‘ক্রিশ ৪’ নির্মাণের ব্যাপারে কথা বলেন।  

রাকেশ রোশন ​​বলেন, ‘এমন দিন আসবে যখন আমাকে দায়িত্ব অর্পণ করতে হবে। আমি বিশ্বাস করি যখন আমার মনে হবে, কাজটি করার জন্য আমি পুরোপুরো প্রস্তুত, তখনই কাজটি করা উচিত।’

এরপর তিনি বলেন, ‘‘রাকেশ রোশন যদি ‘ক্রিশ ৪’ পরিচালনা করেন, তবে এটি যে ব্লকবাস্টার হবে এমন কোনও গ্যারান্টি নেই।’’

২০২৩ সালে পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন যে, তিনি নিজের মনের ভেতর থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ‘ক্রিশ ৪’ তৈরি করবেন না। হৃতিক রোশন তিনি তখন বলেন, ‘আমাদের স্ক্রিপ্ট প্রস্তুত আছে। তবে আরও কাজ করছি। আমরা হলিউডের মতো বাজেটে সিনেমা তৈরি করতে পারি না। তাই, সুপারহিরোদের যে ইমেজ, তা এখানে শক্তিশালী এবং নতুন হতে হবে।’

বলা দরকার, ‘ক্রিশ ৩’ মুক্তি পায় ২০১৩ সালে।

উল্লেখ্য, হৃতিক রোশনকে পরবর্তীতে ইউনিভার্স সিনেমা ‘ওয়ার ২’-তে দেখা যাবে। এতে তার সহ-অভিনেত্রী কিয়ারা আদভানি।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পরিচালনায় হৃতিক রোশন
পরিচালনায় হৃতিক রোশন
হৃতিকের প্রেমিকা, তাই সমালোচনার শিকার সাবা!
হৃতিকের প্রেমিকা, তাই সমালোচনার শিকার সাবা!
ইতালির রাস্তায় হৃতিকের বাহুডোরে কিয়ারা!
ইতালির রাস্তায় হৃতিকের বাহুডোরে কিয়ারা!
বিনোদন বিভাগের সর্বশেষ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’