দীপিকা পাড়ুকোন একদিকে যেমন ভালো অভিনেত্রী তেমনি তিনি একজন ভালো মা। অন্তত মেয়ে দুয়ার জন্মের পর সে কথাই বলছে সবাই। সন্তানকে নিজ হাতে মানুষ করার জন্যই দীর্ঘ সময় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। নতুন কোনও কাজও হাতে নেননি।
সন্তানের সঙ্গেই সুন্দর সময় কাটাচ্ছেন দীপিকা। তবে সন্তান জন্মের পর কিছুটা মানসিক অবসাদের ভেতর দিয়ে গেছেন তিনি। যদিও তিনি মানসিকভাবে সুস্থ থাকার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলেছেন এবং তার আশেপাশের সবাই তাকে যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
তিনি নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘আমি খুব ভাগ্যবান যে, আশেপাশের সবার কাছ থেকে এমন সহায়তা পেয়েছি যা আমার জন্য অনেক বেশি খুশির। এবং যখনই প্রয়োজন হবে তখনই তারা আমাকে সাহায্য করতে ইচ্ছুক।’
বলা প্রয়োজন, দীপিকা এক দশকেরও বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং সুস্থ থাকার জন্য সুস্থতার রুটিন তৈরি করেছেন।
তিনি শেয়ার করেছেন যে, অভিনেত্রী তার পানি খাওয়ার দৈনিক হিসাব রাখেন এবং এমনকি তার টিমকে দিনে কত গ্লাস পানি পান করেছেন তাও ট্র্যাক করতে বলেন।
সূত্র: পিঙ্কভিলা