নওয়াজউদ্দিন সিদ্দিকী সবসময়ই প্রাণ খুলে কথা বলেন। রাখঢাকের বালাই নেই যেন। নিজের পরিবার থেকে শুরু করে বলি ইন্ডাস্ট্রির ভেতরকার খবর বলতে তিনি এতটুকু ভাবেন না। বলে দেন সব কথা অকপটে।
এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্বহীন বলিউড এবং অপ্রশিক্ষিত অভিনেতাদের সিনেমায় কাস্টিং সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি।
৫০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘বলিউডে কেউ কারও বন্ধু নয়। কারণ, প্রতিটি অভিনেতার মধ্যে নিরাপত্তাহীনতা রয়েছে। তাই একে অপরের প্রতি কোনও দৃঢ় বন্ধুত্ব বা আনুগত্য নেই। তাছাড়া ইন্ডাস্ট্রি সেইভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ নয়।’
এরপর তিনি বলেন, ‘দর্শকরা সেই অভিনেতার খারাপ অভিনয়ে অভ্যস্ত হয়ে পড়েন এবং তারপর যখন আমরা তাদের প্রথম ছবি এবং ১৫তম ছবির তুলনা করি, তখন আমাদের মনে হয় তুলনামূলকভাবে অভিনয় আরও ভালো হচ্ছে। আপনি যদি সেই ১৫টি ছবিতে একজন যোগ্য অভিনেতাকে নিতেন, তাহলে অভিনেতা অন্যরকম হতেন। যোগ্য এবং দুর্দান্ত অভিনেতাদের পার্শ চরিত্রে রাখা হয়েছে, এটা আমার মেজাজ খারাপ করে দেয়।’
সুত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস