X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!

বিনোদন ডেস্ক
০৮ মে ২০২৫, ১৮:৫০আপডেট : ০৮ মে ২০২৫, ২২:১৪

নওয়াজউদ্দিন সিদ্দিকী সবসময়ই প্রাণ খুলে কথা বলেন। রাখঢাকের বালাই নেই। এমনকি তিনি যে তুলনামূলক অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন, এ কথা বলতেও কার্পণ্য করেন না কখনও। পরিবারের কথা বলেন অকপটে।

এবার নিজের বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিলেন নওয়াজ!

তিনি বলেন, তার বাবার সব কথা ছোটবেলায় তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। কিন্তু একদিন যখন জানতে পারেন, তার বাবা তাকে মিথ্যা কথা বলেন, একেবারে ভেঙে পড়েন এই অভিনেতা। নওয়াজউদ্দিন সিদ্দিকী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তার বাবা একজন বড় মিথ্যাবাদী যিনি সমাজে তার অবস্থানকে মিথ্যাভাবে চিত্রিত করতেন!

নওয়াজ শেয়ার করেছেন যে, যখনই তার বাবা নয়াদিল্লিতে ভ্রমণ করতেন, তখন তিনি ফিরে গিয়ে অমিতাভ বচ্চনের সাথে দেখা করার এবং সংসদ ভবন পরিদর্শন করার গল্প করতেন।

অভিনেতা তার ছোটবেলার গল্প করছিলেন এবং জানান যে, তিনি যে মিথ্যা কথা বলতে চৌকশ, সেটি তার বাবার কারণেই!

নিজের বাবাকে এ সময় তিনি ‘বড় মিথ্যাবাদী’ বলে দাবি করেন। নওয়াজ বলেন, “আমার বাবা প্রায়ই দিল্লিতে যেতেন। তিনি ফিরে এলে আমরা তাকে সেখানকার গল্প করতে বলতাম। তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এসব গল্প শুনতে চাইতাম।  তিনি বলতেন, ‘আমি সংসদে গিয়েছিলাম। অনেক রাজনীতিবিদ এবং নেতার সাথে দেখা করেছি। এমনকি আমি অমিতাভ বচ্চনের সাথেও দেখা করেছি। আমি তাকে এ কথাও বলেছি যে, তিনি তার স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখছেন না!” নওয়াজউদ্দিন সিদ্দিকী নওয়াজ আরও বলেন যে, তার বাবা যা বলতেন তাই বিশ্বাস করতেন। তিনি মনে করতেন, তার বাবা একজন প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষ।

এরপর অভিনেতা তার বাবাকে পরবর্তী দিল্লি ভ্রমণের সময় তাকে সাথে নিয়ে যেতে রাজি করান। নওয়াজ জানান যে, তার বাবার সাথে এই ভ্রমণই তার পুরো ভ্রান্ত ধারণা ভেঙে দেয়।

তিনি বলেন, ‘আমরা যখন যাচ্ছিলাম, বাসটি একটি ছোট রেস্তোরাঁয় থামল। আমার বাবা এবং খাবার সার্ভকারী একজনের সাথে টাকার জন্য বাকবিতণ্ডা হয়। সেখানেই আমি বুঝতে পারি, বাবা সেই সাধারণ একটা মানুষের সামনেই দাঁড়াতে পারছেন না! তারপর থেকে তার গল্প সম্পর্কে আমার সন্দেহ আরও বেড়ে যায়।’ নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনেতা আরও বলেন যে, যখন তার বাবার প্রতি তার বিশ্বাস ভেঙে যায়, তখন তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েন।

নওয়াজ বলেন, ‘আমি বুঝতে পারি যে, আমার বাবার সমাজে কোনও বাস্তব অবস্থান নেই।’

তিনি স্বীকার করেন যে, তার জীবনের এই অভিজ্ঞতাটি তাকে তার বাবার চেয়ে ভালো করতে এবং এমন একজন মানুষ হতে অনুপ্রাণিত করে, যে আসলে নতুন নতুন জায়গায় যায় এবং বড় লোকদের সাথে দেখা করে।

বলা প্রয়োজন, নওয়াজকে শেষবার দেখা গেছে ‘কোস্টাও’তে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
যে সিনেমা থেকে বাদ পড়ে অঝোরে কেঁদেছিলেন নওয়াজ
যে সিনেমা থেকে বাদ পড়ে অঝোরে কেঁদেছিলেন নওয়াজ
নীরবতা ভাঙলেন নওয়াজ, স্ত্রীর বিরুদ্ধে লম্বা বিবৃতি
নীরবতা ভাঙলেন নওয়াজ, স্ত্রীর বিরুদ্ধে লম্বা বিবৃতি
নওয়াজুদ্দিনকে নিয়ে তার ভাইয়ের বিস্ফোরক মন্তব্য
নওয়াজুদ্দিনকে নিয়ে তার ভাইয়ের বিস্ফোরক মন্তব্য
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা