কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!

কিছুদিন ধরেই বলিউডের বাতাসে জোর গুঞ্জন চলছে প্রেম করছেন জাহ্নবী কাপুর। এখানে-সেখানে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে তাকে দেখাও গেছে। তাই সময়টা বেশ ভালোই যাচ্ছে শ্রীদেবী কন্যার।

শুধু তাই নয়, জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরের সিনেমা ‘হোমবাউন্ড’ এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আন সার্টেন রিগার্ডের জন্য নির্বাচিত হয়েছে। সবমিলিয়ে যেন আকাশে উড়ছেন জাহ্নবী।জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াছবিটির প্রদর্শনীর আগে জাহ্নবী উড়ে গেছেন কানে। ১৯ মে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি প্লেটে প্যানকেক, যার ওপর চকলেট সসে লেখা ছিল ‘কানস রেডি? টি-১ ডে!’

এদিকে দিদির সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে বোন খুশি তার কথিত প্রেমিক ওরিকে নিয়ে হাজির কান শহরে। ছবিটির স্ক্রিনিংয়ে অংশ নিতে ফরাসি রিভেরায় পৌঁছেছেন তারা। সঙ্গে রয়েছেন জাহ্নবীর প্রেমিক শিখরও।  

তাদের ঝলমলে ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন করণ জোহর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood Buzz (@bollytellybuzz)

ছবিগুলিতে দেখা যাচ্ছে, করণ জোহরের পাশে তারা তিনজন রয়েছেন। সেখানে উজ্জ্বল হাসিতে পোজ দিয়েছেন তারা। তবে তাদের সঙ্গে জাহ্নবীকে দেখা যায়নি।

করণ ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিহেছেন, ‘হ্যাঁ, আমরা কানে! প্রথম দিন!’

এদিকে, ঈশান খট্টরও পৌঁছে গেছেন কানে। সেখান থেকে তার নিজের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বলা প্রয়োজন, ‘হোমবাউন্ড’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজি।

করণ জোহর ইনস্টাগ্রামে লিখেছেন, “হোমবাউন্ড’ হল প্রতিভা, দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার এক অসাধারণ সিনেমা। মার্টিন স্করসেজি, সিনেমার  একজন সত্যিকারের কিংবদন্তি। তার অসাধারণ দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা এবং সমর্থন দিয়ে তিনি আমাদের চলচ্চিত্রকে একটি বিরল শৈল্পিক উচ্চতায় উন্নীত করেছেন।”

এরপর তিনি লিখেছেন, “অসাধারণ, প্রতিভাবান অভিনেতা এবং কানের মর্যাদাপূর্ণ মঞ্চে, আমরা বিশ্বজুড়ে দর্শকদের সাথে ‘হোমবাউন্ড’র শক্তিশালী গল্প ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

করণ জোহরের শেয়ার করা অফিসিয়াল নোটে, মার্টিন স্করসেজি ‘হোমবাউন্ড’র প্রশংসা করেছেন।

বলা প্রয়োজন, ‘হোমবাউন্ড’ প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র।

উল্লেখ্য, ‘হোমবাউন্ড’ নির্মাণ করেছেন নীরজ ঘায়ওয়ান।

সূত্র: এনডিটিভ