বয়স তার ৫২ ছুঁইছুঁই, এখনও তার রূপে সম্মোহন জাগে কোটি পুরুষের! শুধু পুরুষ কেন, তার রূপে মুগ্ধ হন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া ভার। আবারও কানের লালগালিচায় চিরাচরিত ঢঙে, রূপের আলো ছড়ালেন এই সাবেক বিশ্বসুন্দরী।
২১ মে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় মনীশ মালহোত্রার ডিজাইন করা, রূপার কাজসহ একটি জমকালো হাতির দাঁতের সাদা রঙের বেনারসি শাড়ি পরে হাজির হন এই সাবেক বিশ্বসুন্দরী। সিঁথিভর্তি সিঁদুর যেন জানান দিচ্ছিলো, স্বামী অভিষেক বচ্ছনের সঙ্গে সম্পর্ক এখন অটুটু।
তবে সবকিছু ছাপিয়ে সবার নজর কেড়েছে ঐশ্বরিয়ার গলায় পরা ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবি এবং কাটা হীরের নেকলেস!ঐশ্বরিয়া রাই বচ্চনমনীশ মালহোত্রা একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ঐশ্বরিয়ার নেকলেসে ৫০০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি এবং ১৮ ক্যারেট সোনায় কাটা হীরা রয়েছে।
সবমিলিয়ে এদিন তিনি দুই হাতে রুবি এবং হীরার স্টেটমেন্ট আংটি, কানের দুল, একটি রুবি চোকার নেকলেস, হীরার দুল, একটি হীরার নেকলেস এবং একটি মাল্টিপল-স্ট্র্যান্ড রুবি নেকলেস পরেছিলেন।ঐশ্বরিয়া রাই বচ্চনইনস্টাগ্রাম পোস্টে মনীশ, ঐশ্বরিয়ার কয়েকটি কান লুক শেয়ার করে লিখেছেন, ‘৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আইকনিক সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় তাঁতকে সম্মান জানিয়ে তিনি বেছে নিয়েছেন হাতির দাঁত, গোলাপী সোনা এবং রূপার রূপার কাজ করা বেনারসি শাড়ি। কাদোয়া ব্রোকেড, এটি ভারতীয় তাঁতিদের অতুলনীয় দক্ষতার পরিচয় বহন করে। বারাণসীর বিখ্যাত তাঁত থেকে এটি তৈরি হয় এবং এটি বেশ সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। প্রতিটি মোটিফ আলাদাভাবে তৈরি করা হয়। প্রায়ই একাধিক শাটল এবং বিভিন্ন সুতা ব্যবহার করা হয়। পাশাপাশি হাতে বোনা একটি সাদা টিস্যু দোপাট্টা রয়েছে, যার কিনারে সোনা এবং রূপার জারদোজি সূচের কাজ রয়েছে। সূচিকর্ম রয়েছে। বিশ্ব মঞ্চে ভারতীয়দের আনুষ্ঠানিক পোশাক কী হতে পারে, তা বোঝাতেই এই শাড়িটি বেছে নিয়েছেন তিনি। ৫০০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবির নেকলেস, ১৮ ক্যারেট সোনায় কাটা হীরা এবং রুবি স্টেটমেন্টের এক নতুন সংযোজন ঘটেছে তার গহনায়।’ঐশ্বরিয়া রাই বচ্চনউল্লেখ্য, বেশ লম্বা সময় ধরে ঐশ্বরিয়া রাই অভিনয় থেকে দূরে আছেন। তবে তিনি নিয়মিত দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকেন। বেশিরভাগ সময় তার সাথে থাকেন মেয়ে আরাধ্যা। এবারের কান চলচ্চিত্র উৎসবেও মেয়েই তার সঙ্গী হয়েছেন।