নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...

আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডের সম্পর্ক ভেঙেছে গত বছর। এ নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কখনও কথা বলেননি। তবে নতুন করে অনন্যা কোনও সম্পর্কে জড়িয়েছেন কিনা তা জানা না গেলেও, আদিত্য যে নতুন সম্পর্কে জড়িয়েছেন, সেটি জানা গেল। খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।   

বর্তমান ভারতের বেশ কয়েকটি শহরে সারা আলি খানের সঙ্গে ‘মেট্রো ইন ডিনো’র প্রচারণায় ব্যস্ত আদিত্য। সম্প্রতি মুম্বাইয়ে ‘মেট্রো ইন ডিনো’র একটি প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা।

সেখানেই, এক সাংবাদিকের ‘প্রেম করছেন কিনা’-এই প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘এখন আমি একটি সম্পর্কে আছি।’আদিত্য রায় কাপুরতিনি তার বাক্য শেষ করার আগেই ভক্তরা তাকে স্বাগত জানান। এরপর আদিত্য যোগ করেন, “মেট্রো ইন ডিনো’র সাথে আমি সম্পর্কে আছি! দয়া করে আপনারা সিনেমাটি দেখুন।”   

অভিনেতার এই কথা শুনে সেখানে উপস্থিত সবার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

বলা প্রয়োজন, আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডে আজ পর্যন্ত তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। গত বছর, অনন্যা ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করার পর থেকে, এই দুজনের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।আদিত্য রায় কাপুরতবে এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসকে খবরটি নিশ্চিত করেন তখন বলেন, ‘তাদের বিচ্ছেদ হয়েছে। তারা দারুণ একটি সম্পর্কে ছিলেন। এই বিচ্ছেদ আমাদের সকলের জন্য একটি ধাক্কা। তারা একে অপরের সাথে আন্তরিক ছলেন। অনন্যা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অবশ্যই  কিছু কষ্ট আছে। সে তার পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছে। আদিত্যও পরিস্থিতির সাথে পরিপক্কভাবে মোকাবিলা করার চেষ্টা করছে।’আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডেবলা প্রয়োজন, আদিত্য রায় কাপুর ও সারা আলী খান ছাড়াও ‘মেট্রো ইন ডিনো’ সিনেমায় অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, আলী ফজল, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী প্রমূখ। এটি মুক্ত পাবে ৪ জুলাই।

সূত্র: এনডিটিভি