মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) ‘জংলি’ টিমের পক্ষ থেকে ঘোষণা এসেছিলো যে, শুক্রবার (২১ মার্চ) বেলা ৩ টায় মুক্তি পাবে ‘বন্ধুগো শোনো’ গানটি। সবাই অপেক্ষায় ছিলেন। ঘোষণা মোতাবেক একদম ঠিক সময়ে মুক্তি পেয়েছে গানটি।
‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর রসায়ন জমে একেবারে ক্ষীর। রীতিমত প্রশংসায় ভাসছে এই জুটি।
‘বন্ধুগো শোনো…তুমি ছাড়া আমি…আমি ছাড়া তুমি… মানে হয় না কোনও’- রোম্যান্টিক ঘরানার এই গান এরইমধ্যে দেখে ফেলেছে সাড়ে চার লাখেরও বেশি মানুষ।
একজন লিখেছেন, ‘এখন পর্যন্ত ঈদের সিনেমার যেসব গান বের হইছে তার মধ্যে থেকে এটা বেস্ট। গানের কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দুইজনের কেমেস্ট্রি অসাধারণ।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এই ঈদে এখন পর্যন্ত আমার শোনা সবচেয়ে সেরা গান। এই গানের ভেতর পুরনো দিনের গানের ফিল পাওয়া যাচ্ছে। গানের লোকেশন, কোরিওগ্রাফি… সবকিছু মিলিয়ে অসাধারণ। বিশেষকরে বুবলিকে অসাধারণ লাগছে।’
অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ইমরানের কন্ঠে, সিয়ামের দুর্দান্ত পারফেম্যান্স, সেইসাথে বুবলী…সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে গানটি।’এ
একজন লিখেছেন, ‘সিয়াম-বুবলি জুটির রসায়ন জমে ক্ষীর। হালের সবচাইতে জনপ্রিয় নায়িকা বুবলি বরাবরই তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। পরিচালকদের উচিত এই জুটিকে নিয়ে আরো কাজ করা।’
এই গানটি নিয়ে প্রিন্স মাহমুদ আগেই বলেছিলেন, ‘অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল, এবার যেন, নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মত একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মত করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।’
উল্লেখ্য, এম রহিম নির্মিত ‘জংলি’ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।